ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় জাতিসংঘের নতুন সমন্বয়ক মিয়া সেপ্পো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
ঢাকায় জাতিসংঘের নতুন সমন্বয়ক মিয়া সেপ্পো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে নতুন নিয়োগ পাওয়া জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর কাছে তার পরিচয় তুলে ধরেছেন। 

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বুধবার (০৮ নভেম্বর) তাদের এ পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।  

পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতিয়েরেসের চিঠি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশে স্বাগত জানিয়ে সেপ্পোকে এএইচ মাহমুদ আলী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহযোগিতা দেওয়ার জন্য জাতিসংঘের প্রশংসা করেন ।  

ফিনল্যান্ডের নাগরিক মিয়া সেপ্পো বাংলাদেশে রবার্ট ওয়াটকিনসের স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে ২০১৩ সালের এপ্রিল থেকে পূর্ব আফ্রিকার দেশ মালাউতে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এবং ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।  

প্রায় ৪ বছর ৫ মাস দেশটিতে জাতিসংঘ মিশন পরিচালিত হয় তার নেতৃত্বে। গত ১৫ সেপ্টেম্বর মালাউ মিশন শেষ করেন মিয়া সেপ্পো।  

বিশেষ করে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন পয়েন্টকে ফোকাস করে মালাউ সরকারের নতুন জাতীয় উন্নয়ন নীতি-কৌশল গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো তার।  

জাতিসংঘ দূত হিসেবে দীর্ঘ সময় ঢাকায় দায়িত্ব পালনকারী রবার্ট ওয়ার্টকিনস গত ২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করেন।  

বাংলাদেশ সময়:  ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।