বুধবার (৮ নভেম্বর) দুপুরে ঢামেকের ১০০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
মৃত সাব্বিরের বাবা গোলাম সারোয়ার বাংলানিউজকে বলেন, 'তারা রায়েরবাজার সুলতানগঞ্জ এলাকায় থাকে।
সাব্বিরের পরিবার অভিযোগ, সাব্বিরকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা পুলিশ বের করবে বলে জানায় তারা।
মোহাম্মদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খোরশেদ আলম জানান, সকালের দিকে রায়েরবাজার পুলপার বটতলা মসজিদের সামনের রাস্তা ওপর থেকে রক্তাক্ত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন তার মৃত্যু।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান, সাব্বির মাদকাসক্ত ছিলো। তবে তার শরীরসহ মাথায় আঘাত ছিলো। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এজেডএস/এএটি