ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
নাটোরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

নাটোর: নাটোরে ৫০০ পিস ইয়াবাসহ মো. শুকুর আলী মণ্ডল (৬০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (০৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার হুগোলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা করা। শুকুর ওই গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৫ নাটোর কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার শেখ আনোয়ার বাংলানিউজকে জানান, শুকুর একজন চিহ্নিত মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে হুগোলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।  

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।