বুধবার (০৮ নভেম্বর) বিকেলে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি।
অভিযুক্ত দুই আইনজীবী হলেন- মাজহারুল ইসলাম ও মো. রেজাউল করিম।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হক বাংলানিউজকে জানান, অভিযুক্ত দুই আইনজীবীর সদস্যপদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না, এই মর্মে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। অর্থ আত্মসাতের ঘটনায় জড়িতদের রিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা ও দায়রা জজকে সমিতির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এনটি