ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে অপহৃত ১৭ জেলে উদ্ধার, অস্ত্রসহ ২ দস্যু আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
সুন্দরবনে অপহৃত ১৭ জেলে উদ্ধার, অস্ত্রসহ ২ দস্যু আটক

সাতক্ষীরা: সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দস্যু নুর-এ-আলম বাহিনীর হাতে অপহৃত ১৭ জেলেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এসময় অস্ত্রসহ ওই বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়।

বুধবার (০৮ নভেম্বর) রাত ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর পাটের ভাড়ানি খাল থেকে জেলেদের উদ্ধার এবং দস্যুদের আটক করা হয়। আটক দস্যু ও উদ্ধার হওয়া জেলেদের নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৬ এর লে. কমান্ডার জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সুন্দরবনের মালঞ্চ নদীর পাটের ভাড়ানি খাল থেকে অস্ত্রসহ দুই দস্যুকে আটক করা হয়। এসময় দস্যু নুর-এ-আলম বাহিনীর কবল থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত ১৭ জেলেকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।