বুধবার (০৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খোকন দাস নেত্রকোনা শহরের সাতপাই এলাকার কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সদস্য ছিলেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, বিকেলে খোকন ও চৈতন্য মোহনগঞ্জ থেকে মোটরসাইকেলে নেত্রকোনা যাচ্ছিলেন। তারা বারহাট্টার ডাকবাংলোর কাছে পৌঁছালে পেছেন থেকে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে তারা দুইজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে খোকন মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানসহ চালককে আটক করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এনটি