বুধবার (০৮ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার শিশু আদালতের বিচারক শাহনাজ সুলতানা দীর্ঘ শুনানির পর নিঃসন্তান ওই দম্পতিকে মেয়ে শিশুটিকে লালন-পালনের দায়িত্ব দেন।
গত ০২ নভেম্বর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ওই নবজাতককে কুড়িয়ে পায় হাসপাতাল কর্তৃপক্ষ।
রায়ে নবজাতক মেয়েটির দায়িত্ব পাওয়া নতুন বাবা-মাকে আদালত নির্দেশনা দেন, ‘শিশুটিকে নিজ সন্তানের মতো লালন-পালনের পাশাপাশি সুন্দর ভবিষ্যতের জন্য শিক্ষাবিমা, ব্যাংক ডিপোজিট ও কিছু জমি-জমা তার নামে দিতে হবে। প্রতি ছয়মাস পর পর সমাজসেবা অধিদফতরে শিশুর সার্বিক অবস্থা জানিয়ে রিপোর্ট করতে হবে’।
সন্তান পাওয়ার পর আব্দুল আলিম-জান্নাতুল ফেরদৌসী দম্পতি প্রতিক্রিয়ায় জানান, বিয়ের ৫ বছরেও তারা ছিলেন নিঃসন্তান। দেশে-বিদেশে অনেক চিকিৎসা করিয়েও কোনো ফল পাওয়া যায়নি। এ অবস্থায় শিশু মেয়েটিকে পেয়ে ভীষণ খুশি তারা।
নিজেদের সন্তানের মতো আদর-স্নেহে তাকে লালন-পালনের প্রতিশ্রুতিও দেন তারা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম কবির জানান, ০২ নভেম্বর সকালে এক জেএসসি পরীক্ষার্থী নিজেকে সাথী নাম-পরিচয় দিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়। রাতেই ওই শিক্ষার্থী মেয়ে শিশুটির জন্ম দেয়। পরদিন ভোরে ওই কিশোরী মা তার মেয়েকে হাসপাতালে ফেলে পালিয়ে যায়।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বেশ কয়েকজন নিঃসন্তান দম্পতি নবজাতক শিশুটিকে গ্রহণের আবেদন জানান।
চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা বশির আহম্মেদ বলেন, ‘শিশুটিকে নিজ সন্তান হিসেবে দায়িত্ব নিতে আমাদের কাছে তিন দম্পতি আবেদন করেন। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত’।
গত রোববার (০৫ নভেম্বর) চুয়াডাঙ্গার শিশু আদালতে শিশু মেয়েকে পেতে ওই তিন দম্পতি আবেদন করেন। আদালত তিনটি আবেদনই গ্রহণ করে শুনানির দিন ধার্য করেন।
বুধবার ধার্য দিনে প্রায় দুই ঘণ্টা ধরে উভয়পক্ষের আইনজীবীর মাধ্যমে আবেদনকারীদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন আদালত। পরে এক দম্পতির সন্তান থাকায় বাদ পড়েন তারা।
আদালতের বিচারক শাহানাজ সুলতানা পর্যবেক্ষণে বলেন, ‘আবেদনকারী তিন দম্পতির মধ্যে দুই দম্পতি নিঃসন্তান। এমন একটি বাস্তবতার মুখে রায়টি দিতে আমার রক্তক্ষরণ হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আদালতের এমন পর্যবেক্ষণের পর আব্দুল জব্বার-সুলতানা নাঈম সীমা দম্পতি তাদের আবেদন প্রত্যাহার করে নেন।
চূড়ান্ত রায়ে তাই বাকি থাকা আব্দুল আলিম-জান্নাতুল ফেরদৌসী দম্পতিকেই বাবা-মা হিসেবে পায় নবজাতক মেয়েটি।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এএসআর