বুধবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। সুজন উপজেলার গাঁড়াডোব গ্রামের হাটপাড়ার আব্দুল মান্নানের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, রাতে চালক সুজন তার মালিক উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল হালিমের বাড়িতে ট্রাক্টরটি রাখার জন্য যাচ্ছিলেন। পথে পশ্চিমপাড়ায় এলে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। এসময় গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক ডা. সামছুল আরেফিন তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরবি/