বুধবার (০৮ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারত, চীন, থাইল্যান্ড ও লাওসের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে এ সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৈঠকে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াংসহ অন্য দুই দেশের রাষ্ট্রদূত ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, রোহিঙ্গাদের ফেরানোর প্রশ্নে বাংলাদেশের দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় উদ্যোগের বিস্তারিত রাষ্ট্রদূতদের অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া গত মঙ্গলবার (০৫ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংসতা ও জাতিগত নিধন বন্ধের যে জোরালো আহবান জানিয়েছে তাও অবহিত করেন তিনি।
নতুন করে ৬ লাখ এবং আগেই অবস্থান করা ৪ লাখসহ ১০ লাখের বেশি রোহিঙ্গার আশ্রয় গ্রহণে বাংলাদেশ যে গভীর সঙ্কটে পড়েছে তার বিস্তারিত তুলে ধরেন এ এইচ মাহমুদ আলী।
বৈঠকে মিয়ানমারের সীমান্ত লাগোয়া ওই চার দেশের রাষ্ট্রদূত বাংলাদেশের অবস্থানের বিষয়টি তাদের হেড সদর দফতের জানাবেন বলে অঙ্গীকার করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৮,২ ০১৭
কেজেড/জেডএস