বুধবার (০৮ নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুর্মূষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা জেলার নবাবগঞ্জের সুভন চন্দ্র বিশ্বাসের সন্তান ছিলেন মৃত মিঠুন। ফার্মগেট ব্যাটারি গলি এলাকায় থাকতেন তিনি।
মৃত যুবকের বোন জামাই বিশ্বজিৎ দেবনাথ জানান, বিজয় সরণি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হয় মিঠুন। পরে পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিঠুনের মৃত্যু সংবাদ পেয়ে তার পরিবারের সদস্যরা ঢামেক হাসপাতালে ছুটে আসেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এজেডএস/জেডএস