ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। সহযাত্রী অপর কিশোরকে মারাত্মক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৮ নভেম্বর) দিনগত রাত ১১টায় সাইকেল চালিয়ে ঠাকুরগাঁও শহর থেকে বাড়ি সিঙ্গিয়া গ্রামের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাড়ি যাওয়ার পথে বড় খোঁচাবাড়ির অটোরাইস মিলের কাছে পেছন থেকে ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয় জাহিদুল (১৫) ও রাকিব (১৩)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন। আহত রাকিবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়।
নিহত জাহিদুল সদর উপজেলার সিঙ্গিয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে এবং রাকিব একই গ্রামের মজনু রহমানের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।