দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ মাদক ব্যবসায়ীসহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ।বুধবার (০৮ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অভিযানে আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা, ১১৫ গ্রাম গাঁজা, ১২৫ বোতল ফেন্সিডিল ও ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক ভাবে ১৩টি মামলা দায়ের করা হয়েছে।
আটকদের দুপুরে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
বিএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।