বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় হামলার শিকার হন তিনি। পরে গভীররাতে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আহত ডলার মল্লিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং রুবিনা খাতুনকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি উপজেলার উত্তর সেনগাতী গ্রামে।
নিহত কৃষকের জামাতা ফরিদুল ইসলাম জানান, আব্দুল খালেক মল্লিকের সঙ্গে একই গ্রামের ইসমাইল হোসেন গংদের বিরোধ ছিল। এর জের ধরে মাস খানেক আগে আব্দুল খালেকের ছেলে ডলারকে পিটিয়ে আহত করেন ইসমাইল গ্রুপের লোকজন। এ ঘটনায় আব্দুল খালেক বাদী হয়ে থানায় মামলা করেন। এর জের ধরে বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ইসমাইল গ্রুপের ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল খালেক পরিবারের ওপর হামলা করেন। এ সময় তারা আব্দুল খালেক এবং তার স্ত্রী ও ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে চলে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে আব্দুল খালেক গভীর রাতে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এসআই