বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। লিখন স্থানীয় নজরুল সরকারের ছেলে।
শিশুটির পরিবারের দাবি, মায়ের সঙ্গে নিজেদের বাড়িতে সুতা কাটার কাজ করতো লিখন। বুধবার রাতে ঘরের খুঁটির সঙ্গে বাঁধা সুতা নিয়ে খেলতে গেলে সুতা তার গলায় পেঁচিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম বাংলানিউজকে জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এসআই