বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ফিতা কেটে দিবসটির কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর শওকত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, আইডিইবি’র চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী কমিটির সহ-সভাপতি জাফর সাদেক, কুমিল্লা অঞ্চলের সহ-সভাপতি মোখলেছুর রহমান, লক্ষ্মীপুর জেলা সভাপতি প্রকৌশলী মাকসুদ উদ্দিন আহম্মদ বাবলুসহ সাধারণ সম্পাদক সামছুল আলম প্রমুখ।
উদ্বোধন শেষে জেলা প্রাশসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর নিউমার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এসআরএস