ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াইলে প্রশ্নের উত্তর তৈরির সময় আটক শিক্ষকের দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
তাড়াইলে প্রশ্নের উত্তর তৈরির সময় আটক শিক্ষকের দণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি ধারণ করে উত্তর তৈরি করার দায়ে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মো. মাসুম মিয়া (৩৮) নামে এক সহকারী শিক্ষককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার এ আদেশ দিয়েছেন।  

দণ্ডপ্রাপ্ত মো. মাসুম মিয়া তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার জেএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের এমসিকিউ প্রশ্ন মোবাইলে ছবি তুলে তা সমাধান করছিলেন শিক্ষক মো. মাসুম মিয়া।  

অপরাধ প্রমাণিত হওয়ায় পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন ১৯৮০ এর ১২ ধারা অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।