ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জঙ্গিবাদের মূলশক্তির বিষদাঁত ভেঙে দেওয়া হয়েছে: আইজিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
জঙ্গিবাদের মূলশক্তির বিষদাঁত ভেঙে দেওয়া হয়েছে: আইজিপি থানা ভবন উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদের মূলশক্তির যে বিষদাঁত ছিল তা ভেঙে দেওয়া হয়েছে। দ্রুত দেশ থেকে জঙ্গিবাদকে চিরতরে বিদায় জানানো হবে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সারাদেশে জঙ্গিরা যেভাবে আত্মপ্রকাশ করেছিল, ঠিক সেভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে তাদের আটক করে আইনের আওতায় আনা হয়েছে, কিছু দুর্বৃত্ত নিহত হয়েছেন। দেশ থেকে আজ জঙ্গিদের নিশ্চিহ্ন করা হয়েছে।

দেশে আজ জঙ্গিদের হামলার আশঙ্কা নেই।

তিনি বৃহস্পতিবার (৯ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নব-নির্মিত ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. গোলাম রাব্বানী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান, রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক এম খুরশিদ হোসেন, সাবেক সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

শিবগঞ্জ থানার চারতলা বিশিষ্ট এ ভবন (আটতলা ভিত্তির) নির্মাণে ব্যয় হয়েছে ছয় কোটি ৩০ লাখ টাকা।  

ভবন উদ্বোধন শেষে দুপুরে আইজিপি শিবগঞ্জ স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং এর একটি সভায় যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।