বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক খন্দকার খালেকুজ্জামান।
এছাড়াও সভায় ওয়ারপো’র প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ারা বেগমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- পানি সম্পদ মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা মুন্টু কুমার বিশাস, ওয়ারপো’র পরিচালক এসএম ফিরোজ আলম, প্রকৌশলী রেজাউল করিম প্রমুখ।
সভায় জেলার সব পৌরসভার মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমবিএইচ/এসআরএস