বৃহস্পতিবার (০৯ নভেম্বর) ভোরে উপজেলার চড়গড়গড়ি গ্রামের হাবিবুর রহমানের বাড়ির গোয়াল ঘরের খড়ের গাদা থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পাবনা র্যাব-১২ সিপিসি-২ এর লেফটেন্যান্ট কর্নেল মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-২ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে একটি রিভালবার, একটি পাইপ গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
টিএ