ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধুলাবালি রোধে ঢাকা দক্ষিণে পানি ছিটানোর গাড়ি উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
ধুলাবালি রোধে ঢাকা দক্ষিণে পানি ছিটানোর গাড়ি উদ্বোধন পানি ছিটানো গাড়ির উদ্বোধন করলেন মেয়র/ছবি: সুমন

ঢাকা: ধুলাবালি রোধ করে নগরবাসীকে সুস্থ রাখতে ঢাকা দক্ষিণ সিটিতে পানি ছিটানোর গাড়ি উদ্বোধন করলেন মেয়র সাঈদ খোকন।

এসময় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন মিলেমিশে ঢাকাকে সুন্দর রাখার পাশাপাশি শহরের উন্নয়ন করতে চান বলে মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সড়কে শুষ্ক মৌসুমে ধুলা-বালি মুক্ত রাখতে পানি ছিটানোর কার্যক্রম উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমাদের দক্ষিণ সিটি করপোরেশন অনেক বড়। এটাকে সুন্দর রাখতে কাজ করে যাচ্ছি। উত্তর সিটি করপোরেশন যদি আমাদের কোনো সহযোগিতা চায় আমরা সেটা দেবো। প্রয়োজন হলে আমরাও তাদের সহযোগিতা নেবো। আমরা মিলেমিশে এই শহরটাকে সুন্দর রাখতে চাই, উন্নয়ন করতে চাই।  

দুপুরে নগর ভবনে ৯টি পানির গাড়ির দিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ কিলোমিটার রাস্তায় প্রতিদিন পানি ছিটানোর এ কার্যক্রম উদ্বোধন করেন সাঈদ খোকন।  

পানি ছিটানো গাড়ির উদ্বোধন করলেন মেয়র/ছবি: সুমনএ সময় মেয়র আরও বলেন, শুষ্ক মৌসুমে রাস্তায় ধুলা-বালি কারণে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হয়। বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য এটা বড় সমস্যা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শুস্ক মৌসুমে রাস্তায় পানি ছিটানোর। প্রতিদিন অফিস শুরু হওয়ার আগে সকাল ৬টা থেকে ৮টা এবং অফিস ছুটি হওয়ার আগে দুপুর ১টা থেকে বিকেল ৩টা- এই দু’বার সড়কে পানি ছিটানো হবে।  

মেয়র বলেন, প্রধান সড়কগুলোতে মোট ৫০ কিলোমিটার রাস্তায় পানি ছিটানো হবে। অলিগলির রাস্তায় পানির গাড়ি যাওয়া সম্ভব নয়, তাই প্রধান সড়কগুলোতে এ কার্যক্রম চলবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শুষ্ক মৌসুম শুরু হয় সাধারণত নভেম্বর থেকে, চলে মে পর্যন্ত। মে মাসের মাঝামাঝিতে বৃষ্টির মৌসুম শুরু হয়। এই শুস্ক মৌসুম পর্যন্ত পানি ছিটানোর কার্যক্রম চলবে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭ 
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।