ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অর্চনা মণ্ডল (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে সদর উপজেলার উলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অর্চনা ওই গ্রামের সুবল মণ্ডলের স্ত্রী।


 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলানিউজকে জানান, সকালে রান্না ঘরে লাইট জ্বালাতে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন অর্চনা। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় অর্চনাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।