ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দোহারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
দোহারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নুরপুর পল্লী বিদুৎ অফিসের সামনে ট্রাকচাপায় সোয়ান চোকদার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সোয়ান উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকী গ্রামের বোরহান চোকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেলে করে নারিশা থেকে জয়পাড়া যাচ্ছিলেন সোয়ান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় স্থানীয়রা ট্রাকসহ হেলপার ইব্রাহীমকে আটক করতে পারলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে ইব্রাহীমকে আটক করে থানায় নিয়ে যায়।  

দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।