ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

স্বামীর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
স্বামীর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ  সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজ

ঢাকা: নিখোঁজ স্বামী মিঠুন চৌধুরীর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন স্ত্রী সুমনা চৌধুরী সীমা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে সুমনা চৌধুরী বলেন, গত ২৭ অক্টোবর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন রাজধানীর ফরাশগঞ্জ থেকে আমার স্বামী মিঠুন চৌধুরী ও তার এক সহকর্মী আশিক ঘোষকে গাড়িতে তুলে নিয়ে যায়।

এরপর থেকে তারা নিখোঁজ। আমার স্বামী ও তার সহকর্মীকে উদ্ধার ও তাদের সন্ধান পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

সুমনা চৌধুরী অভিযোগ করেন, নিখোঁজ হওয়ার ব্যাপারে সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এ ব্যাপারে জিডি নেওয়া সম্ভব নয় বলে জানান।

স্বামী নিখোঁজের পর থেকে তিনি এবং তার স্কুলপড়ুয়া দুই সন্তান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান সুমনা চৌধুরী ।

তিনি বলেন, ছেলে নিখোঁজ হওয়ার বিষয়ে তার শাশুড়ি ও গ্রামের লোকজনও চরম দুশ্চিন্তায় ভুগছেন। আশিকের পরিবারও এ বিষয়ে উদ্বিগ্ন।

নিখোঁজ মিঠুন চৌধুরী বাংলাদেশ জনতা পার্টির (বিজিপি) সভাপতি ও আশিক ঘোষ কেন্দ্রীয় নেতা।

সংবাদ সম্মেলনে নিখোঁজ দুই জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
এমএসি/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।