বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চারিগ্রামের আব্দুল আজিজের তিন ছেলে ফরগিস মিয়া (৫৫), মাখন মিয়া (৪২) ও মাসুম মিয়া (৩৫) এবং একই এলাকার সুজন মিয়ার ছেলে রাজীব মিয়া (২৮) ও আইয়ুব আলীর ছেলে মকবুল (২৮)।
আহতদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, দুপুরে চারিগ্রামের একটি খালে পাটিবাঁধ নির্মাণ ও জলমহাল দখল নিয়ে স্থানীয় পল্লব ও ছোলেমান গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ওই পাঁচজন মারা যান। এতে আহত হন উভয়পক্ষের অর্ধশতাধিক লোক।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এসআই