বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের সয়াশাখা (মহেশকাংলা) চরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বেল্লাল সয়াশাখা গ্রামের রাজা মুন্সীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, বেল্লাল যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে ইয়াবাসহ বিভিন্ন মাদক সরবরাহ করে আসছিলেন, এমন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় এক হাজার পাঁচ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
টিএ