বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক ও হবিগঞ্জের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মো. আল-আমিন এ অভিযান পরিচালনা করেন।
আল-আমিন বাংলানিউজকে বলেন, স্থানীয়দের অভিযোগের সত্যতা পাওয়ায় চুনারুঘাট বাজারের গুলজার মেডিসিন হলকে চার হাজার, শুয়েব ফার্মেসিকে তিন হাজার ও মদিনা মেডিসিন ফার্মেসিকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে চুনারুঘাট থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এনটি