ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
আলমডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) ভোরে আলমডাঙ্গা শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বকসীপুরের মুনসুর আলীর ছেলে শফিকুল (৩২) ও বিল্লাল শাহ’র ছেলে ছিদ্দিক (৩৫)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা সহ আশপাশের গ্রামে ছিনতাই, লুটপাট ও গরু ডাকাতি করে আসছিলেন শফিকুল ও ছিদ্দিক। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আলমডাঙ্গা শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাংলানিউজকে জানান, তারা দু’জনই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।