বৃহস্পতিবার (০৯ নভেম্বর) ভোরে আলমডাঙ্গা শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বকসীপুরের মুনসুর আলীর ছেলে শফিকুল (৩২) ও বিল্লাল শাহ’র ছেলে ছিদ্দিক (৩৫)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা সহ আশপাশের গ্রামে ছিনতাই, লুটপাট ও গরু ডাকাতি করে আসছিলেন শফিকুল ও ছিদ্দিক। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আলমডাঙ্গা শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাংলানিউজকে জানান, তারা দু’জনই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
আরবি/