ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পরিত্যক্ত ঘর থেকে কংকাল উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
রাজধানীতে পরিত্যক্ত ঘর থেকে কংকাল উদ্ধার

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের আজমপুর সুপার মার্কেটের পিছনের একটা পরিত্যক্ত টিনশেড ঘর থেকে এক ব্যক্তির কংকাল উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে কংকালটি উদ্ধার করা হয়।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দুপুরে আজমপুর সুপার মার্কেটের পিছনে বায়তুল হক জামে মসজিদের গলির একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে কংকালটি উদ্ধার করা হয়।

ঘরটি পানিতে ডোবা ছিল।

তিনি আরও জানান, এটি কোনো নারী না পুরুষের কংকাল তা বোঝা যাচ্ছে না। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  

ময়নাতদন্তের জন্য কংকালটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।