বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা শাখার আয়োজনে রায়রোডের খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন- সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক টুনু কর্মকার।
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার। এতে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিপলু।
সম্মিলিত সামাজিক আন্দোলনের ৪র্থ জাতীয় সম্মেলনের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদুল ইসলাম।
বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে আলোচনা করেন- সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক স. ম ইমানুল হাকিম, ননী গোপাল দাস, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, শান্তি দাস, ডা. মিজানুর রহমান, মাস্টার নুরুল ইসলাম, অধ্যাপক নজরুল হক নিলু, হিরন কুমার দাস মিঠু, ডা. সৈয়দ হাবিবুর রহমান, শুভংকর চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমএস/বিএস