ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছায় দণ্ড ও ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
মুক্তাগাছায় দণ্ড ও ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার 

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় পৃথক অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- ১০টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কালাম (৪০), ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিস আলী (৫০), দণ্ডপ্রাপ্ত আসামি উজ্জ্বল আকন্দ (৪৫) ও তালেব আলী (৪২)।

বুধবার (৮ নভেম্বর) দিনগত গভীর রাতে ও বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আবুল কালামকে উত্তর রসুলপুর এলাকা থেকে এবং বাকি আসামিদের উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।