বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে উপজেলার শাদিমহল কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে বিয়ে পণ্ড করে কিশোরীকে উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার পাতিগুল এলাকার মছদ্দর আলীর মেয়ে সামিয়া আক্তার ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী ছিলো।
ইউএনও মোবাশশেরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ে-ছেলে ও তাদের পরিবারকে আটক করা হয়। পরে ৩০০ টাকার স্টাম্পে মেয়ের বাবা ও বর পক্ষের মুচলেকা নিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
টিএ