ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
শ্রীমঙ্গলে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড, জরিমানা

মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে সামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর বাল্যবিয়ে পণ্ড করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করা হয়।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে উপজেলার শাদিমহল কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে বিয়ে পণ্ড করে কিশোরীকে উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার পাতিগুল এলাকার মছদ্দর আলীর মেয়ে সামিয়া আক্তার ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী ছিলো।

কিন্তু তার পরিবার থেকে বিয়ের চাপে সে পরিক্ষায় অংশ নিতে পারেনি।

ইউএনও মোবাশশেরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ে-ছেলে ও তাদের পরিবারকে আটক করা হয়। পরে ৩০০ টাকার স্টাম্পে মেয়ের বাবা ও বর পক্ষের মুচলেকা নিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।