ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আদিবাসী মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
আদিবাসী মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী মুক্তিযোদ্ধা ওয়াল্টার ম্রংকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে তার মরদেহ সমাহিত করার পূর্বে উপজেলা প্রশাসনের মাধ্যমে পুলিশ বাহিনী তাকে গার্ড অব অনার করে।

এসময় মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, যষ্ঠিনা নকরেক, মধুপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল কান্তি গোস্বামী, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি. ইউজিন নকরেক, আদিবাসী নেতা অজয় এ মৃ, পিউ ফিলোমিনা ম্রং ও ইউপি চেয়ারম্যান ফজলুল হক সরকার।

এর আগে সকালে উপজেলার আদিবাসী পল্লীর জলছত্র গ্রামের আদিবাসী মুক্তিযোদ্ধা ওয়াল্টার ম্রং ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি পাঁচ ছেলে, চার মেয়ে,  আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।