ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ৬ দফা দাবিতে ট্রাক শ্রমিকদের বিক্ষোভ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
রংপুরে ৬ দফা দাবিতে ট্রাক শ্রমিকদের বিক্ষোভ রংপুরে ৬ দফা দাবিতে ট্রাক শ্রমিকদের বিক্ষোভ

রংপুর: রংপুর জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ছয় দফা দাবিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) নগরীর কলেজ রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে।  

মিছিলটি শাপলা চত্বর মোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

দাবিগুলো হলো- মহানগরীসহ জেলায় পাওয়ার ট্রলি, ট্রাক্টর, কাকড়া, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ, কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশের হয়রানি, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, শ্রমিক ছাটাই বন্ধ, বালু উত্তোলন পয়েন্টে ম্যাজিস্ট্রেট দিয়ে শ্রমিকদের বিরুদ্ধে মামলা ও জেল-জরিমানা বন্ধ করতে হবে।

সংগঠনের জেলা সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি আশরাফ আলী, সহ-সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সাজু প্রমুখ।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান আজাদ, অর্থ সম্পাদক কামরুজ্জামান ফারুক, সড়ক সম্পাদক বাদশা মিয়া ও জামাল উদ্দিন, দফতর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক মোকছেদ আলী, কার্যকরী সদস্য মাহাতাব আলী, ফজলুল হক ফজলু, সোনা মিয়া, আব্দুল হাই নিরাশা, আলমগীর হোসেনসহ রংপুর জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য ও সাধারণ ট্রাক শ্রমিকরা।

বক্তারা শুক্রবার ১০ নভেম্বরের মধ্যে দাবি পুরণের আহ্বান জানান। দাবি না মনলে আগামী ২০ নভেম্বর থেকে কর্মবিরতি পালনের হুমকি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।