ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জেএসসি’তে নকল সরবরাহের দায়ে বগুড়ায় কলেজ ছাত্রের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
জেএসসি’তে নকল সরবরাহের দায়ে বগুড়ায় কলেজ ছাত্রের দণ্ড জেএসসি’তে নকল সরবরাহের দায়ে বগুড়ায় কলেজ ছাত্রের দণ্ড

বগুড়া: বগুড়ার শিবগঞ্জে জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে কলেজছাত্র আতাউর রহমানকে (২২) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত মাহাতোর ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
 
দণ্ডাদেশপ্রাপ্ত জয়পুরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের চতুর্থ বর্ষের ছাত্র ও শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রামের আবু আনিছের ছেছে।


 
সন্ধ্যায় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, জেএসসির বিজ্ঞান পরীক্ষা চলাকালীন আতাউর রহমান শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ করার সময় পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে উক্ত মেয়াদে সাজা প্রদান করেন।
                                                          
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমবিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।