ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ২ মাদকসেবীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
আদিতমারীতে ২ মাদকসেবীর কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুই মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রেভিনিউ ডেপুটি কালেক্টর সুজা-উদ-দৌলা এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আদিতমারী উপজেলার খারুভাজ এলাকার জুনু ইসলাম (৫৫) ও আমিনুল ইসলাম (৩৫)।

জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ও ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে রাতে আদিতমারী উপজেলার খারুভাজ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেভিনিউ ডেপুটি কালেক্টর সুজা-উদ-দৌলা।

এসময় ওই বাজারের পাশে প্রকাশ্যে গাঁজা সেবন অবস্থায় হাতে-নাতে জুনু ও আমিনুল নামে দু’জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এছাড়া একই বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপি তৈরি ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক শফিউল আরিফ বাংলানিউজকে জানান, ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ভেজাল বিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।