ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় চাঁদাবাজির জেরে যুবককে ছুরিকাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
বগুড়ায় চাঁদাবাজির জেরে যুবককে ছুরিকাঘাত ইসমাইল হোসেন

বগুড়া: বগুড়ায় ইজিবাইক চালকদের কাছ থেকে চাঁদা তোলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৩২) নামে এক যুবক আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের সার্কিট হাউজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  আহত ইসমাইল হোসেন শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার ইয়াসিন আলীর ছেলে।

তিনি যুবলীগের স্থানীয় নেতা বলে জানা গেছে।  

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন যুবক বগুড়া শহরের সার্কিট হাউজ এলাকা থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ইজিবাইক চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলো। এ নিয়ে প্রতিপক্ষ আরেকটি গ্রুপের লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জের ধরে ইসমাইল হোসেনকে ছুরিকাঘাত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।