বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন একটি তেলের পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে দিদার মিয়া ও সাকিব মোটরসাইকেল যোগে ওই এলাকা দিয়ে যাচ্ছিলো। এসময় একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাকিবের মৃত্যু হয়।
দত্তপাড়া টিএন একাডেমির প্রধান শিক্ষক আব্দুল ওহাব মিয়া বাংলানিউজকে বলেন,‘নিহত সাকিব ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো। সে বাণিজ্য বিভাগের ছাত্র ছিলো। গত দু'দিন আগে তার এসএসসি’র ফরম পূরণ করা হয়েছে। ’
এ ব্যাপারে জানতে চাইলে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ দুর্ঘটনার খবর জানেন না ও তিনি খোঁজ করে দেখবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এএটি