ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
মঠবাড়িয়ায় গাঁজাসহ মাদক বিক্রেতা আটক মঠবাড়িয়া গাঁজাসহ মাদক বিক্রেতা আটক, ছবি: বাংলানিউজ

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই কেজি গাঁজাসহ আনিস মৃধা (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের বকসীর ঘটিচোরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আনিস মৃধা বকসীর ঘটিচোর এলাকার রত্তন মৃধার ছেলে।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশের একটি দল পৌর এলাকায় অভিযান চালায়। এ সময় পৌরসভার বকসীর ঘটিচোরা এলাকা থেকে আনিসকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে এক পুরিয়া গাঁজা পাওয়া যায়। এরপর আনিসের বসত ঘর দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, আনিস একজন মাদক ব্যবসায়ী। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।