ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় জাটকা বিরোধী অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
মাগুরায় জাটকা বিরোধী অভিযান মাগুরায় জাটকা বিরোধী অভিযান

মাগুরা: জাটকা বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেলে মাগুরায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে শহরের পুরাতন বাজার মাছের আড়তে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পাশাপাশি ওই ব্যবসায়ীকে জাটকা ইলিশ বিক্রি করতে নিরুৎসাহিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী সাহেব আলী নামের ওই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেন।  

এ সময় সেখান থেকে প্রায় আধামন জাটকা ইলিশ উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, সহকারি উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্চিতা রাণী কুন্ডু ও পুলিশসহ স্থানীয়রা।  

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসএম/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।