এছাড়া তাদেরকে দুইশ' টাকা জরিমান অনাদায়ে আরও তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৯টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশের নের্তৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আফজাল হোসেন (৪৮), রতন দাশ (৩০) ও নিত্যানন্দ দাশ (৬০)।
পিরোজপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার বাংলানিউজকে জানান, রাতে উপজেলার বলেশ্বর নদে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালানো হয়।
এ সময় অবৈধ বাঁধা জাল এবং কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় আফজাল, রতন ও নিত্যানন্দ নামে তিন জেলেকে আটক করা হয়। এ সময় তিনটি বাঁধা জাল ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এএটি