ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাপুর মহিলা কলেজে বাস উপহার দিলেন এমপি রনজিত রায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
মির্জাপুর মহিলা কলেজে বাস উপহার দিলেন এমপি রনজিত রায় মির্জাপুর মহিলা কলেজে বাস উপহার দিলেন এমপি রনজিত রায়

যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলার মির্জাপুর মহিলা ডিগ্রী কলেজে ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে স্থানীয় যশোর- ৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায় ব্যক্তিগত অর্থায়নে একটি নতুন বাস প্রদান করেছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে কলেজ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন তিনি।

বাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম সভাপতিত্ব করেন।

 

এ সময় আরও বক্তব্য রাখেন, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আ. হামিদ ডাকু, শহীদ সিরাজ উদ্দিন হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাজ্জাক রাজা, সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক আব্দুল মালেক, মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, কাচলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রুবেল, লিন্টু রায়, সুজন বিশ্বাস, জয়দেব বিশ্বাস অনুজ প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি রনজিত কুমার রায় বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটিয়েছে। বছরের প্রথম দিনে বিনামূল্যে বই প্রদান, স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের বৃত্তি, মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করেছে আওয়ামী লীগ সরকার। রাজধানী কিংবা জেলা শহরগুলোর মতো উপজেলা পর্যায়েও স্কুল-কলেজ জাতীয়করণ শুরু হয়েছে।  

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বাসটি উপহার হিসেবে প্রদান করা হয়েছে- উল্লেখ করে স্থানীয় সংসদ সদস্য আরও বলেন, আগামীতে পর্যায়ক্রমে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাস প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
ইউজি/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।