শুক্রবার (১০ নভেম্বর) সকাল সোয়া ৮টায় বিমানবন্দরের মতো নতুন নিয়মে ঢাকা ক্যানটনমেন্ট স্টেশন থেকে ঢাকা-কলকাতা ট্রেন যাতায়াত শুরু হলো। এসময় রেলমন্ত্রী মুজিবুল হক এ কার্যক্রম পরিদর্শন করেন।
ঢাকা ও কলকাতায় ইমিগ্রেশন আর কাস্টমস চেকিং শুরু হওয়ায় যাত্রীদের তিনঘণ্টা সময় বাঁচবে।
আগে ঢাকা-কলকাতা ও কলকাতা-ঢাকা রেলে যাতায়াতে ১১ ঘণ্টা সময় লাগতো। নতুন নিয়মে সময় লাগবে প্রায় আট ঘণ্টা।
দুই দেশের যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিলো এটি। এতোদিন ভারতের গেদে স্টেশন এবং বাংলাদেশের দর্শনা স্টেশনে যাত্রীদের ট্রেন থেকে মালপত্রসহ নেমে পাসপোর্ট-ভিসা পরীক্ষা করাতে হতো। সেখানে কাস্টমস চেকিংও হতো। খুলনা-কলকাতা যাতায়াতে একই নিয়ম চলবে।
এর আগে ৯ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন পদ্ধতিতে রেলের এ যাত্রার উদ্বোধন করেন। বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসএ/এসআই