বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত থেকে শুক্রবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৩২ বোতল ফেনসিডিল, নেশা জাতীয় ইঞ্জেকশন ১৮ পিস, ইয়াবা ১০ পিস ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মো. ফেরদৌস আহমেদ বাংলানিউজকে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা করা হয়েছে। দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে।
একই অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার পলাতক ২২ জন আসামিকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
আরআর