ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
চাঁদপুরে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে শহরের বাবুরহাট পুলিশ লাইনস্ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, চাঁদপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এ আয়োজন শৃঙ্খলাবদ্ধ ও সাজানো গোছানো দেখে ভালো লেগেছে। খেলাধুলা কিংবা শরীর চর্চা দৈনন্দিন কাজেরই একটি অংশ। এটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে নয় বরং বছরজুড়ে চর্চা চালু রাখতে হবে।

তিনি আরো বলেন, পুলিশ ও জনগণ এক হয়ে কাজ করবে এটাই আমরা চেয়েছি। চাঁদপুর জেলা এক সময় আমার কর্মস্থল ছিলো। এখান থেকেই প্রথম কমিউনিটি পুলিশিংয়ের যাত্রা শুরু হয়েছিলো। এ জেলার মানুষ কমিউনিটি পুলিশিংকে গ্রহণ করেছে। যা এখন সারাদেশে মডেল হয়েছে।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী শামসুন্নাহার রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির উজ-জামান, পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন ও শৃঙ্খলা) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এতে সভাপতিত্ব করেন চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।