ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উদ্ধার হয়নি ঢামেকে চুরি হওয়া শিশু, অভিযানে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
উদ্ধার হয়নি ঢামেকে চুরি হওয়া শিশু, অভিযানে পুলিশ ঢামেক হাসপাতাল থেকে চুরি হওয়া ৩ মাসের শিশু জিম (ফাইল ফটো)

ঢাকা: পাশের বেডের রোগীর এক স্বজন ৩ মাসের মেয়ে শিশু জিমকে ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি করে নিয়ে গেছেন বলে সন্দেহ করছেন শিশুটির স্বজনেরা। ওই ব্যক্তি জিমকে দত্তক চেয়েছিলেন এবং ‘দত্তক না দিলে চুরি করে নিয়ে যাবো’ বলে হুমকি দিয়েছিলেন- এজন্যই সন্দেহ করা হচ্ছে বলে দাবি তাদের।

সোমবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চুরি হওয়া শিশুটিকে গত ১২ ঘণ্টায়ও উদ্ধার করা যায়নি। হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর বেডে এ ঘটনা ঘটে।


 
তবে শিশু চুরির বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং শিশুটির স্বজনদের সঙ্গে নিয়ে পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে বলে মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১২টায় বাংলানিউজকে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

শিশুটির মা সুমাইয়া আক্তার মাজেদা বাংলানিউজকে বলেন, ‘পাশের যে ৪১ নম্বর বেডে আমি ঘুমিয়েছিলাম, সেখানে চিকিৎসাধীন ছিলেন কিডনি ডায়ালাইসিসের রোগী সিদ্দিক। তাদের বাড়ি নারায়ণগঞ্জে। সিদ্দিকের সঙ্গে তার ছেলে জুয়েলও ছিলেন। জুয়েল আমাকে বলেছিলেন, আমার কোনো সন্তান নেই। আপনার তো ৪টি মেয়ে, এই মেয়েটাকে (জিম) আমাকে দিয়ে দেন। আমি ওকে লালন-পালবা করবো’।

সুমাইয়া জানান, গত ২/৩ দিন আগে সিদ্দিকরা চিকিৎসা শেষে  ঢামেক হাসপাতাল ত্যাগ করেছেন। তার সন্দেহ, ওই পরিবারটিই জিমকে চুরি করে নিয়ে যেতে পারে।

৭০১ নম্বর ওয়ার্ডে খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে এসে গত ০৭ নভেম্বর কিডনি ডায়ালাইসিস করাতে ওই ওয়ার্ডের ৪১ নম্বর বেডে ভর্তি হন সিদ্দিক (৮০)। এর পাশের ৪০ নম্বর বেডে চিকিৎসাধীন শিশু জিমের বাবা কিডনির রোগী জুয়েল মিয়ার সঙ্গে অ্যাটেনডেন্ট হিসেবে ছিলেন শিশুসহ স্ত্রী সুমাইয়া।

ভর্তির পর থেকেই পাশের বেডের রোগী সিদ্দিকের ছেলে জুয়েলসহ পরিবারটির সবাই শিশু জিমকে অনেক আদর করতেন। সব সময় তাদের কাছে কাছে রাখতেন।

ওয়ার্ডের অন্য এক রোগীর স্বজন মোহাম্মদ আনিস বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে বাইরে থেকে ওয়ার্ডে  আসি। তখন পাশের বিছানায় জিমের বাবা ও আরেক বোনকে দেখলেও মাসহ তাকে ও চাচাতো ভাইকে দেখতে পাইনি। পরে ওয়ার্ডের বাইরে গিয়ে লিফটের পাশে একটি অতিরিক্ত বেডে তাদের ঘুমন্ত অবস্থায় দেখতে পাই। ওই বেডে জিমের মা সুমাইয়া ও চাচাতো ভাই রাফসান ফরােজি দু’জন দু’দিকে মাথা দিয়ে ঘুমিয়ে ছিলেন। তখন আমি শিশুটির মা সুমাইয়াকে ডেকে বলি, আপনার মেয়ে জিম কোথায়? ভেতরেও দেখি না, এখানেও নেই’।

‘এরপরই তাদের টনক নড়ে, খোঁজাখুঁজি শুরু হয়। তবে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি’।

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জুয়েল মিয়া ডায়াবেটিস্‌ থেকে কিডনি রোগে আক্রান্ত হয়ে গত ৩১ অক্টোবর ঢামেক হাসপাতালে ভর্তি হন। সোমবার পাশের ৪১ নম্বর বেডটি খালি থাকায় শিশুকন্যা জিমকে নিয়ে ঘুমিয়ে পড়েন সুমাইয়া। আর নিজের বেডে অন্য মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন অসুস্থ জুয়েল। এ অবস্থায় রহস্যজনকভাবে হারিয়ে যায় শিশু জিম।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এজেডএস/এএসআর
**
ঢামেক হাসপাতালে ঘুমন্ত মায়ের কোল থেকে শিশু নিখোঁজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।