ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
যশোরে ২ মাদক বিক্রেতার কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত জুয়েল হোসেন ও রাজ

যশোর: যশোর শহরের ঘোপ এলাকার অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটকের পরে ছয়মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শহরের ঘোপ ধানপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের ঘোপ ধানপট্টি এলাকার আইনাল হোসেনের ছেলে জুয়েল হোসেন (২২) ও একই এলাকার আকরাম হোসেনের ছেলে রাজ (২৩)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে জুয়েল ও রাজকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৯৯০ সালের ১৯ এর ৭ ‘ক’ ধারায় ছয়মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযানে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আমিনুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা,  নভেম্বর ২১, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।