ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে সংর্ঘষের ঘটনায় গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
সিরাজগঞ্জে সংর্ঘষের ঘটনায় গ্রেফতার ৪

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হরিণহাটা মাদ্রাসার কমিটি গঠন নিয়ে সংর্ঘষের ঘটনায় দায়ের করা মামলায় হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার বহুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেলকুচি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও সদর উপজেলার হরিণহাটা গ্রামের রাকিবুল ইসলাম বাদশা (৫৬), একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আবু মোস্তাক ওরফে জাবালা (৪২), শুকুর আলীর ছেলে রওশন আলী (৩৫) ও বাগবাটি ইউনিয়ন পরিষদ সদস্য আল-আমিন (৩৫)।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী জাহান বাংলানিউজকে জানান, হরিণহাটা মহিলা দাখিল মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে সোমবার বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১৭ জন  আহত হয়।

এ ঘটনায় মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর রশিদ মাস্টার বাদী হয়ে ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সোমবার রাতে অভিযান চালিয়ে ওই মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২১ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।