ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ফিড দ্য ফিউচার কর্মসূচি বিষয়ক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
সাতক্ষীরায় ফিড দ্য ফিউচার কর্মসূচি বিষয়ক কর্মশালা কর্মশালা। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরায় ফিড দ্য ফিউচার কর্মসূচির আইফা প্রকল্পের আওতায় বাংলাদেশ এগ্রোবাইটস নেটওয়ার্কের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) অর্থায়নে এমপাওয়ার ও উইনরক ইন্টারন্যাশনাল এ কর্মশালার আয়োজন করে।

এতে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনাঞ্চলের অতিরিক্ত পরিচালক নিত্য রঞ্জন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন।

আলোচনায় অংশ নেন মেগা ফিডের এনামুল হক, লাল তীর সিডের ফখরুদ্দিন আহমেদ, এসিআইয়ের প্রকাশ চন্দ্র বিশ্বাস, এমপাওয়ারের শাহিন মাহমুদ প্রমুখ।

কর্মশালায় বলা হয়, কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষক নতুন ফসলের জাত, উন্নত চাষাবাদ, প্রযুক্তির ব্যবহার ও নতুন যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারছে। যা আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১২ জেলায় কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৯০ হাজার। যারা প্রতিনিয়ত বিভিন্ন অ্যাপস ব্যবহার করে কৃষি তথা চাষাবাদের তথ্য সেবা নিয়ে উপকৃত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।