ঢাকা, মঙ্গলবার, ০ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কভার্ড ভ্যানের ধাক্কায় সাংবাদিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
গাজীপুরে কভার্ড ভ্যানের ধাক্কায় সাংবাদিক নিহত আহত সাংবাদিক মিনহাজ আহমেদ- বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মৈরান এলাকায় কভার্ড ভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন হযরত (৩৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় মিনহাজ আহমেদ (২৮) নামে আরেক সাংবাদিক আহত হয়েছেন। 

বুধবার (২২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ওই এলাকায় ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন শেরপুরের শ্রীবর্দী থানার ঘড়িয়ারচর এলাকার মকবুল হোসেনে ছেলে।

তিনি ‘দৈনিক ভোরের চেতনা’ পত্রিকার সম্পাদক ছিলেন। আহত মিনহাজ আহমেদ ‘গাজীপুর কন্ঠ’ অনলাইন পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর থেকে মোটরসাইকেল করে জয়নাল আবেদীন ও মিনহাজ মিরেরবাজার এলাকায় যাচ্ছিলো। এ সময় মৈরান এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জয়নাল আবেদীন মারা যান এবং গুরুতর অবস্থায় মিনহাজকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মিনহাজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল রেফার্ড করা হয়।

নিহত জয়নাল আবেদীন গাজীপুর সিটি করপোরেশনের রওশন সড়ক এলাকায় ও মিনহাজ শিববাড়ী এলাকায় বোনের বাসা থাকতো।  

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিনয় সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সাংবাদিক জয়নাল আবেদীনের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এ ঘটনার পর ঘতক কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭     
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।