ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
জামালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত। ছবি: বাংলানিউজ

জামালপুর: জামালপুরে ট্রাকচাপায় মুকুল (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রবিন (২০) নামে অপর আরোহী।

বুধবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার কোচগড়ে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল হক বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলে করে কোচগড় থেকে সদর উপজেলায় যাচ্ছিলেন মুকুল ও রবিন।

এসময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন রবিন।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রবিনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।